কেবলই বোধের বয়স বদলে যায় ।
একই দিনে একই মন
কখনও ভো কাট্টা ঘুড়ি
কখনও বেঞ্চে বসা থুত্থুড়ে গুঁড়ি ।
সৈকালিক কানকো রঙের প্রাজ্ঞ বণিক
দুপুর পুকুরে ঘোলা বেহিসেবি ভাবের উন্মাদ ।
ফুটপাথে বৃষ্টি ছুঁলে ছাতার মলম ,
তক্ষুনি প্রেমিকের দেখা পেলে মেঘের পেখম ।
গরাদে হ্যাংলা হুঁকো , কুম্ভের মুখে বোলে ভ্যোম ।
উপমার উপকূলে
অ আ ক খ মুখ ভেসে আসে ।
একই মুখ একই দিনে
বিভিন্ন বোধ বিন্যাসে ।