আমি কি পুরনো—
প্রোফাইল পিকচারে ফিরে আসবো.?
নাকি আসব না.?
আমি কি আবার—
আগের মতই কবিতায় ঝড় তুলব.?
নাকি কিছু বলবো না.?
আমি কি আবার—
প্রকাশ্য আদালতে ভন্ড তামাশাবাজদের
সালিশি সভার আয়োজন করব.?
নাকি অন্ধ নাগরিকের মত চুপ থাকব.?
আমি স্বার্থের গন্ধ শুঁকে শুঁকে পথ চলব
নাকি স্বার্থত্যাগী উদার মানসিকতার পথেই হাঁটবো.?
কোনটা করবো আর কোনটা করবো না
কিছুই বুঝে উঠতে পারছিনা,
কোন গুলো দেখবো আর কোন গুলো দেখবো না
কিছুই ভেবে উঠতে পারছিনা,
বলে দাও কিছু যদি পারো তুমি বলতে
আমি হব অভ্যস্ত সেই পথেই চলতে,
বলে দাও; বলে দাও; করো নাকো ভান
তুমি জানো না; তুমি জানো না—
আমার জীবনে তোমার আদর্শের কি আছে অবদান।