কংস- কারাগৃহে দৈবকীর কোলে
জন্ম নিলে তুমি,
বিজলী চমকে ঘনঘোর বরিষনে
উত্তাল ধরা ভূমি।
পিতা বসুদেবের শিরোপরে ঝাঁপিতে
শিশুকৃষ্ণ সহাস্যে রাজে।
শিরোপরে অনন্ত বাসুকীনাগ প্রেমভরে
কৌতুকে ছত্রেতে সাজে।
বৃন্দাবনে নন্দালয়ে চলেন শ্রীকৃষ্ণ
আকাশেতে দুন্দুভি বাজে,
অপলকে নিরখে ধরনী মাতা
হৃদয়ে পুলক সাজে।
পরম আহ্লাদে জগতের প্রভু
দেখে চারি ধারে
ঠমকে ঠমকে চপল নটবর
হাত-পা তাঁর নাড়ে।
যশোমতি নন্দলালে ব্রজের গোপালে
আহ্লাদে নিলে তুলে,
দেবগন আকাশেতে হরষে পুলকিত
ঘনঘন পুষ্পবৃষ্টি করে।
অষ্টমীর তিথি গোপালে লভিয়া
জন্মাষ্টমী উৎসবে ঘিরে,
পরমান্ন নাড়ু গোপালেরে ভোগে
আর তাল ক্ষীরে।
বৃন্দাবন মাঝে লীলা সাজে
নিত্য নতুন রঙে,
আপ্লুত সকলে হেরি চাঁদমুখে
লভিতে চাহে সঙ্গে।
ধন্য লীলাময় ব্রজের কানাই
দেখে জুড়ায় হিয়ে
জগত কল্যাণে ন্যায়ধর্ম প্রতিষ্ঠিতে ,
এলে নররূপ নিয়ে।