মোহমায়া ঘোরে থেকে অবহেলা করে,
ডুবেছি বিলাস মাঝে সময়ের ক্ষয়ে;
কামনা বাসনা যত মিছে লোভে ভরে,
মজেছি নিরত শুধু কামিনীরে লয়ে।
জ্ঞান বুদ্ধি বিসর্জনে সুখ পেতে জয়ে,
মোহান্ধ ছিলাম যে গো প্রেম ফাঁদে পড়ে;
আজ শুধু পরিতাপে দিন কাটে ভয়ে,
কোথা তুমি করো কৃপা চোখে অশ্রু ঝরে।
দিবানিশি ডেকে ফিরি অনুতপ্ত মনে,
ক্ষমা করো দয়ানিধি ঠাঁই দাও পায়ে;
জীবনের বাকি দিন রবো তব ছায়ে,
কৃপা করে হাত ধরে রেখো তব সনে।
জনমে জনমে প্রভু আসি যদি ফিরে,
শ্বাসে শ্বাসে যেন নামে জপে থাকি ঘিরে।