শীতের কুয়াশা জড়ানো সকালের অপেক্ষায় অবুঝ হৃদয় রাত কাটায় l
হিমেল বাতাসের আলতো ছোঁয়া বায়না তার l
কুয়াশার চাদরে মোড়া আবছা মুখ স্বপ্নের গভীরে
হেঁটে যায় অনন্ত পথে l
অজানা পথের মোড়ে হৃদয় মরে প্রেমের বৃষ্টিতে l
শীতের সকালের হিমেল স্পর্শ মনে করায়
স্বর্গীয় প্রেমের চুম্বন l
কুয়াশায় আচ্ছন্ন মেঘের বাহার,
প্রেমের মহাজ্বালার ন্যায় হৃদয়ের রক্তক্ষরণ সইছে l
অনিদ্রার দেশে এক ফোঁটা শিশির মেখে অচিন্তন আলিঙ্গনে ছুঁয়ে দেবো তোমায় l
অস্পৃশ্য স্নিগ্ধ রৌদ্র মাখা প্রেমের চিন্ময়ীর স্পর্ধিত হৃদয় ধ্বনি,
অনন্ত ভাবনার সন্ধান দেয় l
স্তব্ধ অন্তরালে তোমাকে ছুঁতে চাওয়া শীতের সকালের কুয়াশা আমি l
প্রেমের শিরায় শিরায় একটু দ্বিধা, একটু আবেগ
জলপ্রপাতের ওপর আবছা ধোঁয়ার ন্যায় ভাসমান l
শীতের সকালে কুয়াশার মাঝে স্বপ্ন ধরার সাহস
যেন বয়সের ভারে একচিলতে ঢেউ l
শেওলা রঙের প্রেমটা আজ ভাসিয়ে দিলাম তোমার স্রোতে l
ভীষণ একলা, অচেনা আমি নিজের কাছে ll