রাগ করে আর বল কি হবে
মনে শুধুই তো দুঃখ বাড়াবে
হৃদয়ে তোমার মরচে ধরবে
অন্য – মন আকর্ষণ হারাবে।
অধরা স্মৃতি রবে চিরদিন
অস্তিত্ব থাকবে না যেদিন
চোখ শুধু খুঁজবে ও’দিন
স্তব্ধ হৃদয় কাঁদবে সে’দিন।
বোঝো না কেন সেই কথা
হৃদয় জমানো মণি মুক্তা
জৌলুস হারিয়ে বিবর্ণতায়
জীবন ঢাকবে ঘন শেওলায়।
তবে যাও ভুলে আজ সব রাগ
মনের গহীনে লাগিয়ে ফাগ
পলাশ বনে জাগে ফাগুন
হৃদয়ে উঠুক কুহু কূজন।