কার কথা মনে করে আজ কার কথা ভেবে
নিখুঁত যত্নে তুমি সেজেছো যুবতী
কি দারুণ লাগছে তোমাকে অনুভবে।
স্ফূরিত ঠোঁটের পাশে মোহ
আর চিবুকে মায়াবী তিল ওহো
যেন গ্রহণের ভাষা বুঝে গেছে।
এই অপরূপ রূপময় বিভা,তবে আমি রাখবো কোথায়?
ঘর আজ শূন্য নয় আর সেখানে রয়েছে একজন
বারান্দায় ছন্দ খেলা করে পুনর্বার
তবে কি বুকের গভীরে তোমার জন্য এক কুঞ্জ গড়ে দেব?