কী কান্ড
সুকান্তবাবু অবসরপ্রাপ্ত স্কুলমাষ্টার, বিপত্নীক।
পেনসনের টাকায় সংসার চালান। একটি মাত্র ছেলে, কলেজে পড়ায়, তার টাকা তিনি নেন না।
নিপাট ভদ্রলোক। অনেক গুন তাঁর।
শিল্প সাহিত্য বোঝেন, সংস্কৃতিবান, ভাল আবৃত্তি করেন, সুরসিক,
অমায়িক ভাল মানুষ। দোষের মধ্যে মাত্র একটি , পরনিন্দায় খুব আনন্দ পান। সবার হাড়ির খবর রাখেন।
হঠাৎ সেদিন এসে আমায় বললেন, শুনেছেন কান্ড , আপনার বন্ধু নির্মলবাবুর মেয়ে, নীলা বি.এ পাশ করে তার চেয়ে কম বয়সী এক দরজি ছোকরাকে বিয়ে করতে যাছে।
ছোকরার বয়স ওর চেয়ে অন্ততঃ তিন বছর কম।
ছিঃ ছিঃ লজ্জ্বাও করল না একটু , কি কাল পড়ল রে বাবা।
আমি বলরাম , যাকগে , যে যা করেছে করুক গে ,
ও নিয়ে মাথা না ঘামানোই ভাল। শুনে সুকান্তবাবু বিরক্ত হয়ে চলে গেলেন। আমি বাঁচলাম।
বছরখানেক পরের ঘটনা।
নীলা এসে একদিন বলল, শুনেছেন কাকাবাবু ?
– কি ?
আপনার বন্ধু সুকান্তবাবুর কান্ড ?
– না তো
ছেলের বউ দেখতে গিয়ে , এই বয়সে নিজে বিয়ে করে বসেছেন।
ছিঃ ছিঃ একটু লজ্জ্বাও হল না লোকটার , একটা বুড়ো ভাম।
আমি হাসলাম , বললাম ,যাক গে বাদ দাও , যে যা করছে করুক ,
ও নিয়ে আমাদের মাথা না ঘামানোই ভাল।
আমার কথা শুনে নীলা অখুশি হয়ে চলে গেল।
আমি হাঁফ ছেড়ে বাঁচলাম।