কিসের এত হুড়োহুড়ি ?
ঝড় উঠেছে, দাও না ঝুড়ি ,
আম কুড়াতে যাব ।
সবার শেষে গেলে পরে ,
আম কি আমি পাবো ।
ঝড় উঠেছে, থাকনা ঘরে ।
বাজার থেকে আনবো কিনে ।
যাস না বাবা, এমন দিনে ।
দুমদাম ভাঙছে ডাল ,
ঝনঝনায় টিনের চাল ।
আকাশ জুড়ে কালো মেঘ ।
বাড়ছে ভীষণ হাওয়ার বেগ ।
যাস না বাহিরে ।
ঝড় থামলে ধীরে ধীরে ,
তখন না হয় যাস ।
বলো কি মা, সর্বনাশ !
ওরা কুড়িয়ে নেবে সব ।
বাইরে দেখো উঠেছে রব ,
ছুটেছে ছেলের দল ।
হাওয়ার গতি থামিয়ে দেবে, মোদের কোলাহল ।