অন্ধকারের মাঝে বেঁচে আছে কিছু স্বপ্ন!
হিজিবিজি অক্ষরেরা দেওয়াল ভেঙে তাই উঁকি মেরে দেখে একফালি চাঁদ –
এই গারদে গান গাওয়া বারণ
বেসুরো বেখাপ্পা জীবনে বাঁচার অভ্যাস রপ্ত করে ফেলেছে বন্দীরা..।
পাথর ভাঙা শক্ত আঙুলগুলো শিখে গেছে কেমন করে রোধ করতে হয় আপন কন্ঠ…!
তারা কেবল পাথর ভাঙতে জানে… ভাঙতেই জানে…!
টুকরো পাথর বালি সিমেন্টে মিলেমিশে গড়ে ওঠে কতশত নির্মাণ –
হিজিবিজি অক্ষরেরা অন্ধকারের মই বেয়ে ওপরে উঠে দেখতে চায় খোলা আকাশ –
সন্তর্পণে কেঁপে চলে হৃদস্পন্দন –
আর্তনাদের কলমে কলমে বেঁচে থাকে কিছু স্বপ্ন..!