কিছু কিছু দিন অকারণে হয়ে যায় ধূসর অকাল বর্ষণে,
শান্তি মেলে বর্ষা শেষের রামধনু বর্ষণে।
কিছু কিছু সুখের স্মৃতি অতি আশ্লেষে দীর্ঘায়িত করার বাসনা-
জানি অলীক তবু সাকার হোক কল্পনা।
কিছু কিছু অর্বাচীন কঠিন কঠোর লোক আজও ভালবাসা বোঝেনা,
প্রেম জলে ভেসেও তাদের সম্বিত ফেরেনা।
কিছু কিছু দুঃখ, বিরহের স্মৃতি চিরদিন দাগ রাখে মনে,
মোছো দাগ বুঝে অনিত্য জীবনের মানে।
কিছু কিছু সংস্কার ও জ্ঞান ছিল অম্লান এই যাপনে,
জানি তা শাশ্বত থাকবে অবিরত মরণে।