বউ আছে, বাচ্চা আছে
আকাশ আছে, বাতাস আছে
মাটি আছে, পাহাড় আছে
জল আছে, আহার আছে
তবুও যেন কিছু নেই আমার কাছে।।
দুনিয়া বোঝাই বন্ধু আছে
বন্ধু নামের বন্দুক আছে
মুক্ত বোঝাই সিন্ধু আছে
গহনা ভর্তি সিন্দুক আছে
তবুও যেন কিছুই নেই আমার কাছে।।
মুখের ওপরে মুখ ঝামটা আছে
বধূর নকল ঘোমটা আছে
সম্মানের চেয়েও বেশি অপমান আছে
জীবনে যা করেছি সবই মনে আছে
তবুও যেন আজ কিছুই নেই আমার কাছে।।
আত্মীয় আছে আত্মার কাছে
মহাত্মা আছে প্রেতাত্মার কাছে
আমার স্বর্গের জীবন নরকে গেছে
এমনভাবেই কবিতা মরে, কবি বাঁচে
সবকিছু ভেবে দেখলে কিছুই নেই আমার কাছে।।