আমি নই , আমার ছায়ার দৈর্ঘ্য দীর্ঘতর হয় ।
বিকেল দাঁড়ালে দাঁড়ে
আজও পালে পরাগের সকাল সঞ্চয় ।
মেরুর মজ্জা মোমে জ্বলেনি এ সংসারী মন
ডি এন এ কি ‘ মেল ‘ জানে ?
মৌসুখী মেঘে মেঘে পাঠায় শ্রাবণ !
এখনও কবিতা বুনি শরতের বাতাসিয়া চরে
শতাব্দীর কাশি ফুঁড়ে
কাশনদী বয়ে চলে আমার ভিতরে ।
অথচ জীবনযানে একা একা পিঁপড়ের মতো
সরলের পাকে পাকে
জটিল করেছো বৃত্ত এবং বিক্ষত ।
অযথা জটিল নয় , জলের তরললতার মতো
আলাদিন আলো পেতে
ইচ্ছের চকমকি পোষো সঙ্গত , এসো সম্মত ।