আকাশের বুকে মেঘ জমে কালো
চোখের কাজল কালো সেও ভাল
সেজে গুজে লাগে মন বেশ আলো
মেয়ে সে আমার হোক যত কালো।
মেঘ বরণ কালো ঘন চুল যে তার
দিনের শেষে যেন রাতের আঁধার
সবার চোখে মেয়ে আমার ময়লা
জানি যে হীরার উৎস কাল কয়লা।
পলাশ রাঙা অবুঝ যে তার মন
দেখ যদি প্রেম ভরে তার দু’নয়ন
মুখে তার থাকে সব সময় হাসি
তার প্রতি অনুরাগে যাবে ভাসি।
রাঙা রবি যেন অস্তরাগে আঁধারে
কালো মেয়ে নেয় লাল শাড়ী পরে
হাসলে পরে সাদাদাঁত পড়ে বেড়িয়ে
জ্যোৎস্না মুখে যে তার পড়ে ছড়িয়ে।
যদিও আলো দেয় মুছে অন্ধকার
তাইতো আলোর এতো অহংকার
যদি না কখনো আসে সে আঁধার
আলোর দাম কী থাকে বল আর?