মেঘে মেঘে ঘর্ষণ
আজ হবে বর্ষণ
চারিদিক মেঘলা
পথে আমি একলা
এ পথ তবু ফুরাবে না
আঁধার কভু ঘুচাবে না।
কিছু পাখি করে যায় আলোচনা
কিছুতে হবে হয়তো কিছু
আবার কিছু হবে সমালোচনা,
মেঘেদের গায়ে কোন রং নেই পোশাকি
পথের মাঝে পথ ছুটে যায়
আমাকেও কেউ ছুঁতে চায়
তবু আমি পলকের ভিড়ে যাই হারিয়ে একাকি।
এখনো অপেক্ষারা কেঁদে ওঠে
এখনো মেঘেদের মহড়া ভিড় করে ঐ মাঠে
মেঘে মেঘে ঘর্ষনে বর্ষণ হয়নি
একলা পথের ঐ একলা নাবিক
নাবিকের ঐ জলশূন্য প্রতীক
প্রকৃতির এই কালো সাজে
আমাকেও রেখো তোমাদের মাঝে।