বৈশাখ মাসে ভয়াল ত্রাসে
কালবৈশাখী আসে,
বিপর্যস্ত জনজীবন
ধনে মানে নাশে।
ঝড়টা এসে ক্রোধের রেশে
ভাঙলে ঘর বাড়ি,
গরিব যারা দিশাহারা
দুঃখ কাঁড়ি কাঁড়ি।
তীব্র নাদে বজ্র সাধে
আকাশ কালো করে,
দালান বাড়ি গাছের সারি
ঝঞ্ঝা বায়ে পড়ে।
আমের রাশি কুড়ায় হাসি
ছেলেমেয়ে সবে,
তাক ধিনা ধিন আনন্দের বীণ
দারুণ খুশির রবে।
কালবৈশাখী রুদ্র আঁখি
ফসল নষ্ট করে,
পরিস্থিতি রাখতে স্থিতি
প্রভুর চরণ স্মরে।