প্রতিদিন একেক রকম কয়লায় পুড়তে পুড়তে
ক্লান্ত এখন
দিন যাপনের গল্পগুলো এরকমই হয়
চাঁদ নৌকা হলে
এ জন্মের প্রতি ঘৃণা আসে
এঁটো বাসন ছেঁকে ধরে মাছির মিছিল
দুঃখের সাপলা পাতায় আটকে যায়
চাঁদের হৃৎপিণ্ড
প্রতিদিন একেক রকম কয়লায় পুড়তে পুড়তে
ক্লান্ত এখন
দিন যাপনের গল্পগুলো এরকমই হয়
চাঁদ নৌকা হলে
এ জন্মের প্রতি ঘৃণা আসে
এঁটো বাসন ছেঁকে ধরে মাছির মিছিল
দুঃখের সাপলা পাতায় আটকে যায়
চাঁদের হৃৎপিণ্ড