বিরহ কী তুমিময় কেউ?
সময়ের ঝড়ে নস্টালজিয়ায়
মনমোহিনী ছায়া,
হারানো ভালোবাসার
স্টিরিওটাইপ ছায়াদৃশ্য….
কল্পনাবিলাসী মনে
নিভৃতে চলে বিরহের মহড়া
সে কেন এসেছিল?
যদি এসেইছিল কেন চলে গেল?
ব্যর্থ প্রেমে….
বিরহের গাঁথা মালায়, প্রেম সজীব থাকে
দর্পিত কেশর ফুলিয়ে
উঁকি দেয় হৃদয়ের নন্দন বনে,
অথবা…
চাতকের অনুভূতি নিয়ে
ভারী বর্ষণে শুধু অপেক্ষা,
শ্রাবণ মেঘে চিলতে আকাশটা
মনে হয় বহু দূরের—
একাকীত্বের শূন্যতায় চিনচিনে ব্যাথা,
শীতের ঘন কুয়াশা ঘেরা সকালে
এক পেয়ালা গরম কফি
অথবা লেবু চায়ের আমেজ ঘিরে
মিনিট, ঘন্টার সীমানা পেরিয়ে বিরহযাপন
ঝিরঝিরে হাওয়ায় ঝরা পাতার
গন্তব্যহীন ওড়াওড়ি,
হেমন্তের ফ্যাকাশে বিকেলে
তারে বসা গ্ৰিন বি ইটারের আর্ত শীষ-
বিকেলের ম্যারম্যারে আলোয়
ধুসর দৃষ্টিতে বিরহ প্রচ্ছদ,
বোঝা না বোঝার
অসহ্য বোবা যন্ত্রণার অনুভূতি
বিরহ যেন সমুদ্র শাঁখে
নোনা জলের ঢেউ,
পিছে পড়ে থাকে অপেক্ষার
দিগন্তরেখা—
নিজস্ব বিবরে ডানা মেলা গাঙচিল,
স্বপ্ন ভাঙ্গার নীরব মনের ব্যথা।
কাব্য কবিতায়, স্বরলিপিতে,
শিল্পীর তুলিতে
ফটোগ্ৰাফারের ভিউ ফাইন্ডারে
যে যেভাবে ধরতে পারে—
এক ইজেলে সব রঙের
রামধনুর ইন্দ্রজাল,
বিরহীনি রাই—
কৃষ্ণ প্রেমে পাগলিনী প্রায়,
বৈষ্ণব পদাবলীতে রাধা বিরহ
প্রেম আর মিলনের মধ্যাবস্থা,
বিরহ থাকুক ভরা বর্ষায়
আকাশ লেপ্টে শ্রাবণ মেঘের ঘনঘটায়
এলোখোঁপায় একটি বেলফুলের কুঁড়িতে…..