কাউকে কিছু বলো না
তোমার কথার মূল্য পাবে না
কারো প্রতি কোন দাবি রেখো না
শুধু শুধু তুমি একজন চাহিদাবাদের তকমা পাবে
বিশ্বাস-অবিশ্বাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তুমি বারবারই ভুল প্রমাণিত হবে
দীর্ঘ একটা যুগের ইতিহাস তোমার জীবন জুড়ে
আজ চাইলেই তুমি সেই ইতিহাস অস্বীকার করবে কি করে ?
এতগুলো সিঁড়ির ধাপ গুনেছ এই দীর্ঘ সময়ের যাত্রায়
হঠাৎ করে কোন ঝরে ইতি টানতে হল যাত্রার মাত্রায়
পুরোপুরি কি পারবে তুমি একা হতে ?
জীবনের স্মৃতির সাথে কত স্বপ্নের ছবি ভেসে ওঠে আজও
কি করে বলি বলো কোন কলঙ্কের বোঝা তুমি বইছ আজও?