কবিতাকে ভালোবেসে , অভিভূত কবি ,
কল্পনার রং দিয়ে , আঁকে কত ছবি।
সে ছবিতে ফুটে ওঠে , তিরপূর্ণি ঘাট,
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী আর , তেপান্তর মাঠ।
কবিতাকে ভালোবেসে , গান রচে কবি ,
গানে গানে বেঁচে আছে , নজরুল রবি।
বাংলা গানের কথা , বাঙালীর মনে ,
বেঁচে রবে চিরকাল ,কবিতার প্রেমে।
প্রেমের কবিতা নাকি , কবিতার প্রেম ,
রজকিনী প্রেম যেন , নিকষিত হেম।
কবিতাকে ভালোবেসে , কত শত কবি ,
সাহিত্য গগনে যেন , আলোকিত রবি।
তব প্রেমে মশগুল ,কবিকুল যত ,
ভালোবেসে রচে তারা , কাব্য গাথা কত।
আদিকবি সপ্তকাণ্ডে , রামায়ণ কথা ,
রচিলেন কবিতায় , শোক দুঃখ ব্যথা।
তোমারেই ভালোবাসি , ব্যাসদেব মুনি ,
মহাভারতের কথা , রচিলেন গুণী।
যত কবি আছে এই , জগতের মাঝে ,
তব প্রেম লয়ে তারা , পলে পলে বাঁচে।