বন্যেরা বনে কত সুন্দর
সব কবিরা কলমে অমর
লুকিয়ে সেই আত্ম মনন
থাকে আনন্দে সারাক্ষণ।
কেউ পারে না বুঝতে তাকে
যে মন তার লুকিয়ে রাখে
মধুর স্মৃতির ক্যানভাসে
দুঃখ সুখ নিত্য যায় আসে।
অন্তরের কথাই বলে তারা
শব্দ বুনে তৃপ্ত শব্দ চাষিরা
যদিও বাকদেবীর আরাধনা
লক্ষ্মীর কৃপা তবু মেলে না।
মানুষ করছে শুধু হায় হায়
তারা ভুগছে তীব্র যন্ত্রণায়
মানুষ আজ অমানবিকতায়
হারায় জীবন এক লহমায়।
লেখনী তার ঝর্ণা ধারায়
আঁচড় কেটে সময় কাটায়
জ্বালায় প্রদীপ সমাজের বুকে
সৃষ্টি পাগল লোকের চোখে।
তবুও মেরুদণ্ড শক্ত রেখে
সৃষ্টি করে চলে আপন বেগে
সমাজ যদি ওঠে কভু জেগে
বাঁঁচবে আমরণ অনুরাগে।