যখন কর্মের বন্দিদশা – প্রত্যুষ আশাহীন,
মন যদি হতে চায় – শূন্যে বিলীন,
তখন বদ্ধ ঘরে – মনোসংযোগ করে-
লেখ রে কবিতা মন – স্বপ্নভ্রমণ সেরে।
যখন জীবন তিক্ত – বিদ্রুপ ব্যাঙ্গে সিক্ত,
অণ্যুঢ়া যুবতী গৃহে – সবাই তিতিবিরক্ত,
তখন বদ্ধ ঘরে – মনোসংযোগ করে-
লেখ রে কবিতা মন – সমস্ত ভয় ছেড়ে ।
যখন নিরাশা ঘেরা – জীবন বিক্রি করা,
রক্ত শূণ্য ক্লান্ত বেকার – তবুও দৌড়ে মরা,
তখন বদ্ধ ঘরে – মনোসংযোগ করে-
লেখ রে কবিতা মন – খুব প্রতিবাদ করে।
যখন সমস্যা ত্রস্ত – সারা বিশ্ব বিধ্বস্ত,
পাপের দূষণে পূর্ণ – পৃথিবী ক্ষতিগ্রস্ত,
তখন বদ্ধ ঘরে – মানবতা চিন্তা করে-
লেখ রে কবিতা মন – শুধু মানুষের তরে ।।