কবিতা লিখতে গিয়ে মানুষের কাছে খারাপ হয়েছি বহুবার
কবিতা লিখে লিখে তিরস্কার পেয়েছি বহুবার
কবিতা লিখে পুরস্কারও পেয়েছি বহুবার
কবিতা লিখে হয়েছি চোখের কাঁটা
কবিতা লিখি বলে অনেকেই মনেমনে ছুঁড়েছে ঝাঁটা
কবিতার জন্য হয়ে যায় ব্যয় কত মূল্যবান সময়
দুর্বল মাটি;দুর্বল ঘাস এই নিয়ে কবির বাস
শান্ত ভূমিতে দুর্বল প্রকৃতি এইতো কবির পরিচয়।