কার জন্য সাজিয়ে রেখেছ
এতো নিখুঁত অন্ধকার
এতো আগুন যন্ত্রণা
কিসের আশায়
এতো অবহেলার পাহাড়
স্পষ্ট দেখতে পাচ্ছি –
দু চোখ মেলে
শ্মশান আছে জেগে
এ শ্মশান দেখে
ভয় পাই না আর
মৃত সমাজের কবর খুঁড়ে
নিত্য জন্ম নেবে সত্য
কবিতার জন্মে
সেই চোখ দুটোই
তুলসী পাতা পড়বে