যে বা যারা সেই কবেকার
ঘৃণার আগুনে পুড়িয়েছিলো
সাধারণ সভ্যতার মুখ ,
লকলকে লোভের লালায়
ডুবিয়েছিলো পড়শীর পরম্পরা সুখ ,
তারা সব মরে হেজে
কবন্ধের ছায়া হয়ে গেছে !
তবুও ছায়ার সঙ্গে যুদ্ধের
বহুরূপী ব্লু প্রিন্ট তৈরি হয়
যুগে যুগান্তরে ।
মানুষের মন ফুটো ক’রে
নিতান্তই সরল আলো
কিভাবে যে খন্ড খন্ড
বিপন্ন বৃত্ত হয়ে পোড়ে ,
মানব ট্র্যাজেডি বোঝে
মানব নিয়তি বোঝে না !