কারক বিভক্তিতে বদল,
নিপাতনে সন্ধিতে সন্ধিক্ষণ..!
যতি চিহ্নের ছিন্নপাতা–
উড়তে উড়তে নেমে আসে একে একে
সোশ্যাল মিডিয়ার দরবারে
গায়ে গায়ে লেখা কপি, এডিট, ডিলিট।
মাছ ভরা পুকুর, পুকুর ভরা মাছ
মাছও আমার, পুকুরও আমার…
কিছু জারজ, কিছু অ-জারজ
তোমারটাও আমার, আমারটাও আমার..
জাল ফেলবো, বড়শি ধরবো,
ডুব দেবো, চান করবো..
প্রয়োগের হেরফের
কী সুখ..!!
সুখের শুরু ওয়ান ফাইন মর্নিং এ..!
ফেসবুকে স্ট্যাটাস আপডেট দিয়ে শুরু
আপ টু গুড নাইট….
হাই! হ্যালো!…কেমন আছো?…,
বাকি!.. নাই নাই ভয়
সূর্যোদয় থেকে সূর্যাস্ত জড়াজড়ি, ছাড়াছাড়ি
ডট কম ঝোলাঝুলিতে বিরহ, প্রেম উইথ শর্ট স্টোরি;
মুঠো ফোনের স্ক্রিনে আঙুলের টাচ,
এক কোণে ফস করে সবুজ বোতাম জ্বলে ওঠে
একের পর এক তিলোত্তমা, মেঘের মতো আসে যায়
সামনে মেলে ধরে স্নিগ্ধ করুণা,
অনাহারী পিপাসা!..
মরশুমি টবে দু’কলি অনু, চার কলি পরমাণু কবিতা।
কুহকিনী ডাকে রাতভর চ্যাটে কন্ডাকটেভ ট্যুর..
দেখেছি তোমাকে, চিনেছি তোমাকে,
জেনেছি আমাকে
ডিজিটাল ওয়ার্ল্ডে খুশির পাকা বাড়িতে লিডিং পার্ট।
তুমিও হাঁটতে থাকো, কালপুরুষও হাঁটতে থাকবে-
একসময় ঘাড় তুলে খোলা জানালা পথে বাইরে
রবি বাবুর ডাক, হ্যালো স্যার! গুড মর্নিং!..
ধোঁয়া ওঠা চা উইথ ক্রীম ক্রেকার
আঃ.! কী শান্তির জীবন!.
রণক্লান্ত গৃহপালিত জন গনেশের নবজাগরণ…
আর যদি রাহু, কেতু, শনি একযোগে জেগে ওঠে!
রেঁনেসার বীরগতির সম্ভাবনা..!!