এই যে এত গল্প,গান ও কবিতা
এই যে উদ্দীপনা এত
কে জানে কেন এ’জীবনের সবই তা
জাগায় তবুও এ’বুকে হাহাকারের ক্ষত !
তবুও তো সব কথার শেষে
কথাই কথার শিকড় ছাড়ে
গল্প এবং গানও অবশেষে
কবিতার মতই যায় অভিসারে
যাপনের এই একই পথে পায়ে পায়ে
জীবনের যত প্রেম ও বিরহ
আবেগের শব্দ আর ধ্বনিও গায়ে গায়ে
ঋদ্ধ হয় এ’মন অহরহ
তবুও কেউ কেউ কেন যে ভাগ্যকে দোষে
আর ঘুরে ফিরে মরমে মরে তারা আফশোসে ।