সকল কথার মানে কি আর
বুঝতে সবাই পারে!
অজ্ঞানতার দোষে পড়ে
ঠকে বারে বারে।
জানতে বুঝতে বোধ পরশে
শিক্ষা হবে নিতে,
জ্ঞানের আলো উঠুক জ্বলে
সব মানুষের চিতে।
নানাজনের মনের গতি
ভিন্ন হয়ে থাকে,
কেউ যদি চায় আরাম আয়েশ
কেউবা দুখে ঝাঁকে।
কত লোকে কান্না লুকোয়
বুকে চাপা দিয়ে ,
কান্নার ভাষা বুঝে কজন
মানবিক মন নিয়ে!
কথার মানে বুঝতে হলে
সচেতন মন লাগে,
বোধের ঘরে দীপ জ্বালালে
মনে সুখটা জাগে।