কতভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে।
মত্ত এ চিত তবু, তর্ক বিচারে।
নিত্য নিয়তি বলে বায়ু ধায়, মেঘ চলে,
শ্যাম-বিটপি দলে সু-রসাল ফল ফলে,
পাখী গাহে, ফুল ফোটে, তটিনী বহিয়া যায়।
দ্বিধাহীন অনুভুতি হৃদয়ে রহিয়া যায়,
স-ম্ভিত চিত পায় জ্যোতি আঁধারে।
অসীম শূন্য তলে সৌর-জগত কত,
ভ্রানি- হীন ভ্রমে চির-চিহ্িনত পথ ;
রুগ্ন শিশুরে ধরি‘জননী বক্ষো পরি
উষ্ণ কপোলে চুমে, নয়নে অশ্রু মরি !
বিশ্ব-দৃশ যত, ‘অসি’’প্রচারে।