একেবারে ফাঁকা মন কখনও কী থাকে ?
কথা শেষ না হতেই , কই ঝাঁকে ঝাঁকে ।
ভিড় আসে , ভিড় যায় বহুবিধ কাজে
অসীম মনের নদী কুলু কুলু সাজে ।
আয়ুর উপরে আয়ু , আয়ু মেদে ম’জে
ভেতরে লালন কবি মধুমন খোঁজে ।
কোলাহলে কালো হলে ছাড়াতে গ্রহণ
বিজন জোনাক জলে মানস ভ্রমণ ।
কখনই একা নই , মন আছে পাশে
চাইলেই রুখো রোদ , রুনুঝুনু রাসে ।
কৃপণ বাহির চোখ কতটুকু বাড়ে !
মনের পলকে দাঁড় ত্রিভূবন পাড়ে ।