চোখ বুঁজে থাকিস বলে ঘটে না কিছুই
যেন চোখ খুললে ঘটে যেত সব
ফ্রেম ছেড়ে কথারা বেরিয়ে এসে সামনে দাঁড়াত হেসে,
হাত নেড়ে নেড়ে ,বলত যে কত কিছু শেষে
ওরে মন তুই শুধু কান খুলে শোন।
সংকোচণ প্রসারণ প্রাণের লক্ষণ
সংকুচিত হতে এত ভয় পাস কেন?
শুধু প্রসারণ চাস কেন মনে প্রাণে,একান্ত গোপনে?
ফিরে এসে,নিজের ছায়ার কাছে একবার বস
নিজের মতোন করে নিজের ভিতরে,
ওরে আমার মন, তুই শুধু একবার আমার কথা শোন।