দিনে দিনে বাড়ছে দেখি
নারীর পরে অত্যাচার,
মধ্যযুগের বর্বরতা
এদের কাছে মানে হার।
বিয়ের টোপে ভুলে গিয়ে
লিভ টুগেদার করে,
ভোগ্য পণ্য ভোগ করে
ওরা নারীকে হত্যা করে!
টুকরো করে নারী দেহ
লুকায় যে ওরা ফ্রিজে,
এমন নির্দয় পাষন্ডরা
মানুষের-ই লজ্জা যে।
যে পুরুষরা বড়ো হয়ে
নারীকে বানায় ভোগ্য পণ্য,
পৃথিবীর-আলো দেখেছে
ওরা নারীজাতির জন্য?
জানোয়ারও লজ্জা পাবে,
এদের নির্দয় আচরণে,
ডিগ্রিধারী নরপশু,
মিশে আছে জনারণ্যে!
পাশ্চাত্য এই রীতিএসে
এমন ঘটায় সর্বনাশ,
বিয়ের আগে নারী-পুরুষ,
কেন করবে সহবাস?
লিভ টুগেদার,গেট টুগেদার
চরিত্রহীনদের ছল ,
গাছ না পুঁতে, বিনা কষ্টে
খেতে চায় ওরা ফল।
শোন্ রে মেয়ে, এমন করে
প্রাণ কতদিন দিবি বল্,
দিকে দিকে ফাঁদ পাতা রে
সাবধানে তোরা চল।