পাপের রথে অসৎ পথে
ডুবছি শুধুই পাঁকে,
অসহায়ে লুট করেছি
ছলচাতুরির ফাঁকে।
লোভ রিপুতে বিবেক নাশে
মগ্ন অন্যায় কাজে,
মিথ্যে সুখের বেসাতি তে
মনটা ছিলো রাজে।
দয়াল তোমার বিধি নীতি
করে গেছি হেলা,
পাপের পঙ্কে নিমজ্জিত
এখন জীবন ভেলা।
বেলা শেষে আজকে দেখি
নেইকো কেহ পাশে,
যাদের সুখে রাখতে গিয়ে
ভুল করেছি রাশে।
ব্যাধির শরে যাতনাতে
আর্তি আমার রাখি,
তোমার নামে তোমার ধামে
জুড়াক পরাণ পাখি।