ওই মেয়ে তোর নামটা কিরে?
থাকিস সদাই মুখটা বুজে,
ব্যস্ত শ্রমে সারাটা দিন
চোখ জোড়া তোর কারে খুঁজে।
থাকিস বসে নির্জন কোণে
ব্যথা বুঝি বক্ষ জুড়ে!
মনের কথা বলনা খুলে
কেন মরিস আপনি পুড়ে।
এইতো সেদিন হলো বিয়ে
দিব্যি ছিলি বরকে নিয়ে,
হঠাৎ এমন হলো কি রে
বাপের ভিটে এলি পালিয়ে।
কলির কানাই বর শুনেছি
মত্ত মাতাল রমনী প্রেমে,
জীবন নায়ে পেয়ে বাঁধা
কেন তুই মিছে গেলি থেমে।
কার অপেক্ষায় থাকিস চেয়ে
আসবে কি সে আদৌ নিতে!
নিজের অধিকার আইন ছিনিয়ে
রণচন্ডী রূপে অশুভ জিতে।