ও কন্ঠ ফোটায় ভোর নিদ্রাভুক রাতে
ও কন্ঠ সূর্যের শিরে মরুছায়া পাতে ।
এ চোখ পেয়েছে বৃষ্টি ও দিন দৃষ্টিতে
এ মন মেখেছে মৌলি মধুর যষ্ঠিতে ।
ও মন্ত্রে হয়েছে স্বাদু বিষাদ প্রশ্বাস
ও সঙ্গ সারিয়ে যায় আহত বিশ্বাস ।
এ কূল মৌনী শাপে ও কুল সংলাপে
এ মূল মেঘের মাঝি তোমার উত্তাপে ।