বৈশাখ তুমি দুর্বহ বড়ো তপ্ত বাতাস বয়ে,
চৈত্র দিনের ঝরা পাতা গুলি লুটিয়ে পড়েছে ভুঁয়ে ।
তবু চাই তুমি এসো হে রুদ্র অমৃত বার্তা নিয়ে,
কবির জন্ম লগ্ন সূচনা আধারিত তোমাতেই।
তপ্ত তাপস শুষ্ক বাতাসে উষ্ণতা ভরে এসো,
বৈশাখ তুমি দুর্বহ তবু অমৃত প্রেমে ভাসো।
দুদর্ম ঐ কালবৈশাখী ধ্বংসমাতনে নাচে,
ধ্বংসের মাঝে প্রলয় মাতনে সৃষ্টি নিহিত আছে।
বৈশাখ এলে টের পাই যেন মধুপের আনাগোনা।
পঁচিশের ডাকে হৃদয়ের মাঝে কল্পনা জাল বোনা।
তীব্র দহনে সূর্যের তাপে মেঘরাশি সঞ্চার।
খর বৈশাখে সুপ্ত নিবিড় বরাভয় বর্ষার ।