আগুন আগুন শুধু আগুনের খেলা,
ম্লান প্রকৃতি বাহার ঝলসানো মেলা।
প্রখর উত্তাপ সাথে রবিতেজ ঢালা,
হয়েছে শুকিয়ে কাঠ খাল বিল নালা।
ক্লান্ত তৃষিত পরান তাপের প্রবাহে,
দিশেহারা প্রাণী সব তীব্র দাবদাহে।
সবিতার অগ্নিবানে বিপন্ন জীবন,
বেজায় কষ্টের সনে দুপুর যাপন
জীমূতের নেই দেখা সুবিশাল নভে,
দুর্বিষহ অগ্নি বায় দাপায় যে ভবে।
ফুটিফাটা জমি মাঠ তপ্ত মরু তুল,
বিঁধে যেন অবিরাম আগুনের হুল।
চারিদিকে হাহাকার ওঠে নাভিশ্বাস,
অসহ্য গরমে করি কোনোমতে বাস।
দিনে নিদাঘ দহন রাতে স্নিগ্ধ বায়,
তপন আতপে ধরা হতশ্রী যে হায়।
এসো গো জলদ তুমি ভুলে অভিমান,
চাতকের মতো চেয়ে নভে মন প্রাণ।
অঝোরেতে বারিধারা দাও ধরাতলে,
বাঁচুক সকল জীবন তব সুধা জলে।