সময় একা নয়,সহযোদ্ধা ছিল অনেকেই
ত্যাগ- তিতিক্ষাও ছিল,কষ্টসহিষ্ণুতাও ছিল
প্রণয়ী,বিনয়ী এমন কি ক্রুদ্ধ,ক্ষুব্ধদেরও
সাধারণের মতো আত্মদহনের মুহূর্তগুলো ছিল
কার্যত গভীর ও গম্ভীর আর পুরো রহস্যকেন্দ্রিক—
পথ ভাঙতে ভাঙতে যে পথ জুড়ে ফেলে এসেছিলাম
আমাদের নিজস্ব পথ,পরিচয়,নাম ও ঠিকানা
অত্যন্ত নিচু ও নরম গলার মায়াময় ডাকে
ফিরে তাকাতে হলো আবারও সেই পথের দিকেই
যার বাঁকে বাঁকে এখনও ঠায় জেগে আছে
বিনিদ্র প্রহরীর মতো অসংখ্য ছায়া গাছ, ছড়িয়ে আছে শিহরিত মৌমাছি গান
আর এমন কিছু ঋদ্ধ পথিকের বাড়ানো আছে
তাদের দরাজ হাত, আস্থা ও বিশ্বাসের অনন্ত মুহূর্ত
যারা এই জীবনের জন্য প্রতি মুহূর্তে
আত্ম চেতনায় নিজের মতো হয়ে উঠার
অধিকার অর্জনের কথা শিখিয়েছিল
যারা শিখিয়েছিল বেঁচে থাকার জন্য আমরণ
যুদ্ধ যাপনের কথা ও নিজেকে নিজের মুখোমুখি
এসে দাঁড়ানোর কথা…
যেন এই চলার পথে নিরভিমান নেমে পড়বার
অনন্ত ডাক দিয়ে যাচ্ছে অন্তরঙ্গ ও সাহসী সময়—
এসো, পথে রাখি পা ।