এসেছে শরৎ হিমেল পরশ এখনো লাগেনি মনে,
চঞ্চলতায় সাড়া পড়ে গেছে শুভ্র কাশের বনে।
শিশিরের ফোঁটা দিচ্ছে ঝিলিক নরম দূর্বা ঘাসে,
অঙ্গন জুড়ে শিউলি শিথিল অমলিন হাসি হাসে।
মেঘেদের ভেলা পাল তুলে ভাসে নীল আকাশের গায়,
আকাশের বুকে স্বপনের ভেলা পাল তুলে ভেসে যায়।
নৃত্যছন্দে মেতে গিয়ে আজ ঢাক কাঁসরের তালে
রঙের বাহারে দোপাটির ফুল নব আনন্দে দোলে।
ছাতিম ফুলের গন্ধ মাখানো সোনালী আলোর বানে,
শিউলি ছোপানো শরৎ আকাশ ভরে আগমনী গানে ।