পাথুরে রাস্তায় প্রতি পদক্ষেপে ক্ষত বিক্ষত হতে হবে,
থামলে চলবে না, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।
এটাই নিয়ম, তোমার ভবিতব্য, বাধাবিপত্তি
কাটিয়ে এগিয়ে চলা, এর নামই জীবন, হ্যাঁ এর নাম জীবন।
কোনো কিছু পাওয়া সহজ নয়, কেউ সামনে ধরে দেবে না। যোগ্যতা অর্জন করতে হবে নিজেকে।
চলতে হবে নির্ভয়ে, শক্ত হতে হবে, আঘাতে
ভাঙা যাবে না, মসৃণ পথ কোথাও নেই, কোথাও পাবে না। বন্ধুর পথেই যাত্রা করতে হয়।
বাধার পাঁচিল ডিঙিয়ে যেতে হয় সম্মুখ পানে, তবেই বিজয় আসে।
সোনার রথ নাইবা পেলে, মামা দাদা কাকার তাবেদারি সুপারিশ নেই তোমার, দুঃখ কিসের?
কাঁটার মুকুট শিরে, রক্ত ঝরুক, একদিন আসবে, সব কষ্ট দুঃখকে হাসি দ্বারা পরাজিত করবে,
মামা ধামার সুপারিশ ছাড়াই হাসিল করবে তোমার অভীষ্ট ফল।
আনন্দের অশ্রু দু ফোঁটা পড়ুক ঝরে ।
নোনা স্বাদ অমৃত, এটা স্বোপার্জিত ধন।
বড় আনন্দের সম্পদ। আনন্দের হাসি হাসো তবে।