মুখোশ ধরে টান মারলেই বোঝা যায়
কে কবি ?
আর কে ছবি?
এরা সবাই মুখোশের আড়ালে দাঁড়িয়ে থাকা কবি
এইসব কবি সাহিত্যিকেরা—
এখনও সমাজের কোন কম্যে আসেনি
এরা দু চার লাইন–
রসালো রসালো কথা লিখে কবি হয়েছে।
সমাজের অসুখ হলে এরা একটি কথাও বলে না
সমাজ ভেঙ্গে——
টুকরো টুকরো হয়ে গেলেও এরা প্রেমের গান করে
কোন প্রতিবাদী কবিকে—
এই কবিরা প্রাণ খুলে লিখতে দেয় না
বলতে দেয় না, পড়তে দেয় না।
আমার ভাষায় এরা মুখরোচোক আয়না
এদেরকে কবিতা লেখা মানায় না
কবি না হয়ে এরা নেতাদের দালাল হলে ভালো হতো
যে সমস্ত কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী গুলো-
সময়ের কথা লিখতে জানে না
এইসব পরজীবী দালাল মার্কা–
বুদ্ধিজীবীর হাত থেকে কলম ছিনিয়ে নাও
জল ঢেলে দাও ঐ ভন্ড বুদ্ধিজীবীর মাথায়।
সময়ের টানে ফাঁস হয়ে যাচ্ছে এদের ছবি
সমাজ যন্ত্রণার প্রকাশ্য চিত্রে এরা মহান নমুনার কবি
প্রকৃতপক্ষে এরা কোন না কোন–
আমলাদের চামচাগিরি করা কবি
পাতি বাংলা ভাষায় বলতে গেলে এরা দালাল কবি।
হ্যাঁ…. হ্যাঁ….. হ্যাঁ…. হ্যাঁ। এরা দালাল কবি।