এমন এক ভোরের অপেক্ষায় প্রহর গুনি
আশা আকাঙ্খা নিয়ে মনে প্রানে,
প্রভাত রবি ধরা দেবে ভূলোকে
নব মহিমায়, নব কলেবরে, নব ঊষার আলোকে।
হবেনা সেদিন মারণ ব্যাধির থাবায়
অসুস্থ কেহ, অকারণ আশঙ্কা আতঙ্কে
নিশি পোহালে উঠবেনা হাহাকার ক্রন্দন রোল,
স্তূপীকৃত লাশের পাহাড়ে কভু উঠবেনা ঘরে ঘরে রব,
“বল হরি বোল”।
নিষ্কলুষ এই নীলগ্রহ দেবে ধরা মহাজগতে
সুন্দর সুস্থ শান্ত পবিত্র রূপে,
মানব সভ্যতার হবেনা অবক্ষয়
রবে সৌভ্রাত্বিতের হাত ধরে একে অপরে।
এমন এক ভোরের প্রার্থনা করি অবিরত
হিংসা দ্বেষ জরা ব্যাধি, রোগ শোক পাপ তাপ ক্ষয়ে
শ্রান্ত শরীরে ক্লান্ত মনের ক্লেশ দূরীভূত হবে।
ফিরে আসবে পৃথিবী আগের সেই চেনা ছন্দে,
হতাশায় নয়, থাকবে যেথা সবাই মনের আনন্দে।
স্বার্থ হিংসায় উন্মত্ত মেদিনীর মানবিক মুখ
উজ্জ্বল হয়ে রবে মানব সমাজে হৃদয়বান আবহকাল।