জানি সবাইকে সবকিছু বলতে নেই
তবু বলে ফেলি;
জানি যার তার হাতে কিছু খেতে নেই
তবু খেয়ে ফেলি;
জানি সব পথ আমার নয়
তবু সব পথেই আমি চলি;
আমি যে পথেই যাই
সেই পথেই হোচট খাই;
তবুও আওড়াই ঐ পথেরই বুলি
হাত রেখে খালি,মনের আনন্দে দিই হাততালি
কত লোকে আমাকে বলেছে পাগল;দিয়েছে গালাগালি।