এবার থেকে পথগুলো
আর মসৃণ মনে হবেনা,
আজকের বাতাসেও আর মসৃণতা নেই—
শুধু রয়ে যাবে একরাশ
অন্তহীন শূন্যতা ;
যা চিরস্থায়ী অম্বরের ন্যায়
আমাদের বারংবার শ্বাসরোধ করে যাবে।
এ পৃথিবী বড় নিষ্ঠুর ;
ঘুরে যাবে আগের মতোই ,
বুকে নিয়ে অজস্র গোলকধাঁধা !
জানি মৃত্যু বʼলে কিছু নেই ;
জীবনের গান যে কন্ঠে ভাসমান ,
সে কন্ঠ মৃত্যুহীন।
তবু কিছু দাগ রয়েই যাবে—
ঠিক যেমন…
রয়ে যাবে এই এপিটাফ।