বলা তো যায় না
কখন টেঁসে যাবে অমূল্য প্রাণ,
গোপনে স্নায়ু খুব টানটান
তন্নতন্ন খুঁজি জারোয়ার বাণ।
বলা তো যায় না
কিছু ব্যথায় অবলা জীব ক্রন্দনরত,
শোকের ছায়ায় ভাবি রোজ
পড়ল এই বাজ প্রথামত।
বলা তো যায় না
আবার বৃষ্টিতে স্নাত দিন
ভরিয়ে দেবে খরার বুক,
তখন থেকে মান্যতায়
ভরা শুধু কারসাজির তুক।
বলা তো যায় না
কিভাবে জাগে খুনির কান্না,
তাকে চিনি বা অচেনা অজানা
মোহিত করে অশ্রু-পান্না ।
বলা তো যায় না
এখন কোন দুঃখ ওঁৎ পেতে,
তবু তো এগোনোই সোজা
জোড়া বাসি সুখে তেতে।