আধফোটা ফুলের সুমধুর সুবাসে,
মনটা যে কেন যায় ভেসে ভেসে !
সকালের শীতল বাতাসের তালে,
কোন সে দূরে আনমনে যায় চলে।
সকালের পাখি ডাকছে সুরে সুরে,
আসছে কাছে কখনো যাচ্ছে উড়ে।
স্বপ্নেরা জাগে ওদের ডানায় ভর করে,
নরম সোনা রোদ এসে বারান্দায় পড়ে।
ফেরিওয়ালা হেঁকে হেঁকে ফেরে রাস্তায়,
কিছু শ্রমিক দেখি একসাথে এগিয়ে যায়।
নতুন বছরে আমরা কি ভাবি ওদের কথা,
মুছে কি যাবে ওদের জীবনের মলিনতা?
নতুন বছর নিয়ে আসুক খুশির আলো,
মুছে যাক গ্লানি ঘুঁচিয়ে আঁধার কালো ।
সুস্থ সুন্দর এক নতুন ভবিষ্যতের পথে,
চলো আমরা এগিয়ে যাই একইসাথে ।