আমাকে এগিয়ে যেতে হবে ,
আরও, আরও অনেকটা দূরে ।
এ পৃথিবী আমায় গ্রহণ করিবে তবে ,
নাতো ফেলে দেবে ছুঁড়ে ।
এ সমাজে সফল হওয়া বলতে ,
অর্থবান হাওয়াকেই বোঝায় ।
এই জীবন পথে চলতে, চলতে ,
একটু বিশ্রাম চায় ।
কিন্তু থামলে যে চলবে না ।
তাহলে ওরা যে আমায় ডেকে কথা বলবে না ।
মানুষ যখন সফলতার সান্নিধ্য পায় ,
জানো, বন্ধু কত কাছে এসে যায় !
আর ব্যর্থতা কেঁদে মরে একাকিত্বের যন্ত্রণায় ।
আমিও সাত – পাঁচ না ভেবে ওদের মতো ,
ছুটে চলেছি অবিরত ,
অর্থকে কাছে পেতে ।
অনেক প্রতিকূলতার সম্মুখীন পথে যেতে যেতে ,
কিন্তু আমি থামিনি ।
তোমায় বলেছিল যামিনী ,
সে এসেছে বিরতি দিতে ।
কিন্তু আমি যে বিশ্বাসী নই, কর্মহীন রজনীতে ।
আমাকে বড় নয় বড়লোক হতে হবে ।
সফলতা এরই নাম, শিখেছি এই ভবে ।