কাল নারীর শরীর থেকে এক নির্যাতন উঠে এসেছিল
আমার অন্ধকার অঙ্গে : আমি তাকে ধারণ করেছিলাম মৃত্যু
যেমন ধারণ করে জন্ম : জন্ম যেমন জীবন এবং মৃত্যু ঠিক
পাশাপাশি সে রকম আমার এই ধারণ ক্ষমতা, আমি
আমার সন্তোষে রেখে সুন্দর অভ্যাসে তার দিকে
তাকিয়েছিলাম ও নারী কিম্বা নিভৃতি যাই হোক, তার দিকে কেবল
তার দিকে আমার এই তাকিয়ে থাকা, আমার এই শিল্প জানি না
শোষণ ক্ষমতায় এর নামকি, মমতায় আমি একপলক পবিত্র
দৃষ্টি তার দেহে অর্পণ করে তাকালাম, ফের সেই অমল তাকানো!
মৃত্যু যতটুকু পারে, তার বাইরে কেউ কখনো যায়না, জন্ম
মৃত্যুর শুরুতে এই মা, এই মহিলাই আসলে জীবন-যাকে বলি
সুন্দর বেদনা সব : সমস্ত নিষ্পন্ন এই একটি নারীতে!
কাল নারীর শরীর থেকে এক নির্যাতন উঠে এসেছিল
আমার অন্ধকার অঙ্গে : আমি তাঁকে ধারণ করেছিলাম,
মৃত্যু যেমন ধারণ করে জন্ম :