জলকে গিয়ে ফিরেই বধূ
কলসী রাখে ঘরে,
ধবলী গাই দেখেই ডাকে
হাম্বা- হাম্বা করে।
সবুর কর ধবলীরে তুই
এইনে সবুজ ঘাসে,
শিং নাড়িয়ে দোলায় মাথা
খাচ্ছে খুশির রাশে।
কুটনো কুটে রান্না করে
যতনে দেয় পাতে,
শ্বশুর বাড়ির মন জুগিয়ে
চলে দিনে রাতে।
বিকেল বেলা দীঘির পাড়ে
জলটা নিতে গেলে,
গাঁয়ের পাঁচটা বৌ-ঝি সাথে
গল্পে মনটা মেলে।
সাঁঝবেলাও হুমড়ি খেয়ে
বসে কাজটি ঘেঁষে,
এক চিলতে সুখটা কুড়োয়
খানিক স্বস্তি রেশে।