গ্রীষ্মের প্রখর রৌদ্রে যখন পুড়ছিল আমার স্বপ্নগুলো !
আমার আনন্দ আর হাসিরা যখন একে একে
আমাকে ছেড়ে চলে যাচ্ছিল!
ঠিক তখন এক চিলতে মেঘ নিয়ে এসে
আমাকে শীতলতা দিতে চেয়েছিলে তুমি।
আনন্দ,হাসি আর স্বপ্নগুলোকে আবার
ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলে।
আমি ঐ মেঘের শীতলতা গ্রহণ করতে পারিনি।
অভিমানে ফিরে গেছ তুমি।
এখনও পুড়ছি আমি এক চিলতে মেঘের অপেক্ষায় !